আমার সঙ্গে যদি যাবি
শুধু ভালোবাসা সঙ্গে নিবি
আয় রে ছুটে আয়
তোরা কে কে ভালোবাসা নিবি বলে দে আমায়
তোমার ডাকে আমার প্রাণে
ভালোবাসার বান যে আসে
ভালোবাসতে বলো কেন
আবার বাসতে গেলে ফাঁকি দিতে ভুল না কর
তুমি চাইলে আমি বলতে পারি
ভাল না বাসলে আমি কী করতে পারি
এসেছিস যখন সঙ্গে
তখন ভালোবেসে তোকে নিয়ে যাব সেই রঙ্গে
প্রজাপতির মত মনটা আমার
ভালোবেসে এক ফুলে স্থায়ী নয় যে তাহার
তোর হৃদয় আঙিনায়
ভালোবেসে জায়গা পেতে কত কষ্ট করতে হয়
তুই ছাড়া বাঁচবো না আমি
তোকে পাই না পাই ভালোবাসা শেষ কথা বলে মানি
গ্রীষ্মের খররোদ আর ভ্যাপসা গরম
ভালোবাসি আর নাই বাসি ফল পাকাতে প্রয়োজন।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা