আমি যাকে ভালোবাসি সে কী আমাকে বাসে
জানলে এমন করে মনের মন্দির না দিতো ভেঙে
ব্যথা দিয়ে পরাণে তুমি রইলে নীরবে
আমার ভালোবাসার প্রতিদান এমনি করে ফিরিয়ে দিলে
ভুবন ভরা ব্যথা পাবে খুঁজতে হবে না তোমাকে
কিন্তু ভালোবাসা পেতে গেলে সকলি যেন অন্ধকার লাগে
মন্দির, মসজিদ, গুরুদুয়ার না-কী মনের দুয়ার
কোথায় গেলে পাবো আমি দেখা সেই ভালোবাসার
নাম ঠিকানা ছিল না তোমার ভালোবেসে জীবন পেলে
অথচ নিজের কাছে নিজে অচেনা রয়ে গেলে
মুছে যাবে যত পরিচয়
তবুও কেন জ্ঞানকে ভালোবাসতে এত কথা কইতে হয়।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা