সপ্তসুরে বাজছে প্রেমের বাঁশি
কোন সুরে ধরবো আমি আমার মোহনবাঁশি
প্রেমের দরিয়ায় ঢেউ খেলে সুরের তরঙ্গ
সেই সুরের টানে আমার দেহ হয় এলোমেলো
দরিয়ার মাঝে যত ঢেউ খেলে তালে তালে
আমার ঢেউ খুঁজে পাই না সেই তরঙ্গ মাঝে
প্রেম দরিয়ায় উথাল পাথাল ঢেউয়ের সাথে
আমার যা ছিল তা আর পাই না খুঁজে
দরিয়ার মাঝে প্রেম করতে এসে
সকল কিছু হারিয়ে এখন আমি ঘুড়ি পথে পথে
প্রেম দরিয়ার জল বোতল ভরে তুলে নিলাম
সাবধান! পড়ে গেলে সেই দরিয়াই হবে তার শেষ অবস্থান।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা