ধর্ম ভালোবেসে তার বাক্যানুসারে জ্ঞান, ভক্তি, কর্মে
সকলকেই সংসার সাগর পার হওয়ার অধিকার দিয়ে থাকে
মুখে রসায়ন স্বরূপ এবন্বিধ মনোহর বাক্য শ্রবণে
ভালোবেসে জ্ঞান অতীব হর্ষ প্রাপ্ত হইবে
ভালোবেসে জ্ঞানকথা শ্রবণে ফলিত হইবে মনোরথ বৃক্ষ
যা ধারণ করে পরম সৌন্দর্য
জ্ঞানশক্তি সমরক্ষেত্রে
ভালোবেসে মহা মহাবীরবৃন্দকে পরাজয় করিতে পারে
যে জ্ঞাননিবন্ধন ভালোবেসে পরমার্থরূপ অবগত করায়
সর্বশাস্ত্রজ্ঞান তাহার সার্থক হয়।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা