বাস্তবের রুক্ষ মাটিতে কল্পনাবৃক্ষের আকাশকুসুম ভাবনা
জ্ঞানময় দীপে তমঃ নাশ করে ভালোবেসে প্রদীপ কেন জ্বালো না
শাসকের শাসন ভালোবাসি আর নাই বাসি
আনন্দ কর বা আতঙ্কিত হও তার আইনে মাপজোখ করি
শিক্ষাকে প্রানবন্ত করে তুলতে চাও যদি
ভালোবেসে জ্ঞানকে আশ্রয় কর শীঘ্র করি
যে জ্ঞান চিনতে, জানতে, বুঝতে শেখায় সঠিক প্রশ্ন করে সঠিক উত্তর খোঁজে
ভালোবেসে তাকেই সার্থক মানব জন্ম বলে
পেটের প্রয়োজন মেটাতেই যদি দিন চলে যায়
তবে আমার মন,হৃদয়, জ্ঞানকে ভালোবাসার কী হবে উপায়
ভালোমন্দ ঘেঁটে, জেনে বুঝে ভালোটা গ্রহণ করতে হবে
জ্ঞানকে ভালোবেসে পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে পরিণত করতে হবে
দৃষ্টিতে দুস্টুমি আছে, আবার ভালোবাসাও আছে
কোনটি যে আমার জন্য মন বুঝতে না পারে
ভালোবেসে জ্যোৎস্নায় ভিজতে থাকে মন যে আমার
আলো আঁধারিতে স্পষ্ট নয় মুখখানি তোমার
জ্ঞান বর্ষণের রোদ বৃষ্টি ঝড়ে ভালোবেসে গড়ে তুলেছি তোমাকে
ভাঙ্গা গড়ার খেলায় ভুলে যেও না আমাকে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা