জ্ঞান ভালোবেসে ন্যায়পরায়ণ হইয়া
প্রজাদিগকে সন্তানের ন্যায় পালন করে সমদৃষ্টি দ্বারা
জ্ঞানকথা অলীক বিবেচনা না করিয়া
ভালোবেসে বাস্তব অবস্থার প্রেক্ষিতে সুফল দেয় আনিয়া
অমানুষ হইতে অমানুষিক বৃত্তান্ত শ্রবণ করিয়া নিশ্চিন্তে এগিয়ে চলো জ্ঞানকে ভালোবাসিয়া
জ্ঞান এই জগৎ পরিবর্তন ঘটাইতেছেন
এবং ভালোবেসে জগতবাসীকে জীবিত রাখিতেছেন
প্রস্তর ও কন্টকে দুর্গম্য জ্ঞানের যে পথ
কোন অবস্থাতেই যেন না পাল্টায় আমার ভালোবাসার শপথ
জ্ঞানকে ভালোবাসিতে যদিও আমার বুদ্ধি উৎসাহ প্রাপ্ত হইতেছে না
তথাপি চেষ্টায় ত্রুটি থাকিবে না।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা