ভালোবেসে স্থিরমুক্তি চাও যদি অন্তরে
জলদি করে উঠে পর জ্ঞানতরীতে
যদি কেউ জ্ঞানকে ভালোবাসে
তবে জন্ম নিয়ে জন্মভাগী হইতে বিরত থাকে সে
অম্লযোগে তাম্রপাত্রের, ভস্ম দ্বারা কাংস্যের
আর ভালোবেসে জ্ঞান দ্বারা ধ্বংস হয় অজ্ঞানের
প্রবাহ থাকিলে যেমন নদীর জল হয় শুদ্ধি
তেমনি জ্ঞানের প্রতি ভালোবাসা এনে দিবে সকল কর্মের সমাপ্তি
হরি যদি হরণ করে সাধ্য আছে কাহার
আবার ভালোবেসে অসাধ্যকে সাধ্য করতে জুড়ি নেই তাহার
বুদ্ধিহীন মানবের অবশ আত্মা
ভালোবেসে পছন্দ করে সংসার মায়া
আবার আত্মা ভালোবেসে জ্ঞান কর্তৃক চালিত হইয়া
সদ্-গতি লাভ করে দেখ ভাবিয়া।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা