ক্ষয়হীন উদাত্ত কণ্ঠে তুমি করেছিলে আহ্বান
ভালোবেসে করতে বর্ণের জয়গান
জীবন মূল্যে ভালোবেসে পাওয়া যে প্রাণ
সেই প্রাণের মূল্য আজ অস্বীকার করি আমি সেই বেঈমান
বর্ণের শিহরণ ভালোবেসে জাগে না কেন অন্তরে
বর্ণকে বর্ণহীন রেখে তাতে দেই আমি রং চড়িয়ে
নানা গল্প ফেঁদে ঢেকে রাখি আসল সত্য
তার অধিকাংশই যে মিথ্যে একথাও কিন্তু সত্য
আমার মতো বাংলাটা যাদের ঠিক আসে না
এত দিনে সেই কথা ভালোবেসে জেনে গেছে দুনিয়া
আমি যে অবাঙালি ছিলাম
নিজের অজান্তেই ভালোবেসে এই কথা প্রকাশ করে দিলাম।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা