ভালোবেসে প্রজ্ঞানস্বরূপ হয়ে তুমি থাকো হৃদয়ে
তাই আমার প্রতি বিরূপ হয়ো না কোনোকালে
জ্ঞানকে ভালোবেসে জাগিয়ে তোলো হৃদয়স্থিত শুদ্ধসত্ত্ব
সেই শ্রেষ্ঠ পরমধন হবে তোমার প্রতি অত্যন্ত প্রীত
যে জ্ঞান ভালোবেসে দৈব কর্মের উৎপত্তিস্থান
তিনিই আবার বিবিধগুণের অলংকারে হৃদয়রূপ গৃহে যা শুদ্ধসত্ত্বের বিকাশ স্থান
ভালোবেসে যাকে অনন্তজ্ঞানের আধারস্বরূপ বলে ভাবি
সেই জ্ঞানসূর্য শুদ্ধসত্ত্ব হৃদয়রূপ গৃহে তার বসতি
সকল সৎকর্মের ভেতর থাকেন বিশ্বের হিতসাধক
জ্যোতিঃস্বরূপরূপে ভালোবেসে যিনি বিশ্ব প্রকাশক।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা