আমার এ অজানা রোগ কোন ঔষধে সারবে
ভালোবেসে বলে দিয়ে আমায় উদ্ধার করুন অন্ধকার থেকে
ঔষধ শিল্পের সঙ্গে যুক্ত নানা দুর্নীতি
তার মাসুল গুনতে আমার মতো অজ্ঞান থাকে রেডি
রোগের সঙ্গে সঙ্গতিবিহীন এমন অনেক ঔষধ আছে
যা প্রেসক্রিপশন পেয়ে বাধ্য থাকি ভালোবেসে তা কিনে আনতে
কোন ঝুঁকি নিতে চাই না আত্মার স্বাস্থ্য নিয়ে
কারণ আমি অজ্ঞান অক্ষম অধম বলে
সব শোষণের শিকার চূড়ান্ত ভোক্তা
যা সুদে আসলে তুলে নেয় উপরের স্তরের অধার্মিকরা
সব শোষণের মুক্তির উপায় জ্ঞান
তবুও শেষ রক্ষায় যেন পরে যায় টান।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা