ক্ষমতার দরকার আছে কিন্তু ক্ষমতার অপব্যবহারে
জ্ঞানকে ভালোবাসার ভাবনা রয়ে যাবে অগোচরে
ক্ষমতায় যিনি থাকেন জ্ঞানকে ভালোবাসার কথা তার অজানা নয়
কিন্তু হিংসা, লোভ, যশ, প্রতিষ্ঠায় তাকে অন্ধ থাকতে হয়
চেয়ারের বল কত কত ক্ষমতা ধরে
তিনিই বুঝতে পারেন চেয়ার যাকে ভালোবাসে
ভালোবেসে ক্ষমতায় যেতে কার ইচ্ছে না করে
যোগ্যতা নেই ক্ষমতায় যাবার শুধু বুলি ফুটে মুখে
ভালোবেসে ক্ষমতায় যাবার যোগ্যতা অর্জন হয়েছে যার
তাকে কেউ রুখতে পারে না কারণ অদৃষ্টই তখন তার
ক্ষমতায় গিয়ে ক্ষমতার বড়াই যে করে
জ্ঞানকে ভালোবাসা তার হয় না এ জীবনে
আমি ভালোবেসে ক্ষমতায় গিয়ে লোভী হবো
না-কি লোভ ছিলই শুধু প্রকাশ পেতে ক্ষমতায় যেতে হল।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা