নিতান্ত মূর্খ হইয়া বিজ্ঞের ন্যায় বাগবিন্যাস করা
ভালোবেসে ক্ষমা করে দিবেন আছেন যত জনা
এক জনের কূপ, আর এক জনের ঘট, অপর এক জনের রজ্জু
অন্য একজনে প্যান করায় এবং ভালোবেসে অন্য একজনে পান করে
যিনি পাপরাশির কাল, সংসারপঙ্কের কাল, কালপথের কাল এবং সংসারেরও কালস্বরূপ
আমি সেই কলাধর, কালকণ্ঠ মহাকালকে এই কালেই করি স্মরণ
ভালোবেসে জ্ঞানদ্বারা যতদূর নির্বাচন করা যায়
তাহাতে বলিতে হয় যে পদার্থনিচয়ের শক্তি সকলই অচিন্ত্য রয়
সংসার করা জ্ঞানকে ভালোবাসার জন্য
তা না করে ভালোবাসি নশ্বর দেহের জন্য।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা