সময় জ্ঞান নামক মনোহর ধন লভিতে
ভালবেসে সেই কর্মই উচিত বলে ভাবে লোকে
পুরাতন অনুগ্রহের ভার ঊষার ন্যায় বর্ণনার অতীত
এরই মাঝে ভালো না বেসে নতুন অনুগ্রহ থেকে গেল পতিত
যে ব্যক্তি সত্যকে ভালোবেসে ইন্দ্রিয় শত্রুবিনাশক মনের করে পরিচর্যা
সে ব্যক্তি কখনো স্থানভ্রষ্ট হয় না, কখনো ক্ষীণ হয় না
সত্যকে ভালোবেসে যে ধন লাভ করিলে লাভ হয় অমরত্ব
সেই ত্রিবিধ ধন যেন আমাদের হয় হস্তগত।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা