সর্বত্র গতিশীল বিচিত্র কর্মযুক্ত জ্ঞান-সূর্য
সাধকের নিকট ভালোবেসে সর্বত্র শব্দের না ধ্যেয়
জ্ঞানজ্যোতির দ্বারা প্রতিদিন প্রতি গৃহ
ভালোবেসে হয় উদ্ভাসিত
অহিংস কর্ম অনুষ্ঠান করে জ্ঞান লাভের জন্য
আমি কেন ভালোবেসে হই না সেই দিকে ধাবিত
অহিংস কর্ম অনুষ্ঠান করে জ্ঞান লাভের জন্য
আর হিংসা রহিত সকল কর্মে ভালোবেসে নিজেকে নিয়োজিত করো
জ্ঞানস্বরূপ জ্ঞানশক্তিকে জ্ঞানীগণ চিরকাল হৃদয়ে ধারণ করেন
কারণ হৃদয়রূপ গৃহ ভালবেসে তিনিই প্রদীপ্ত করেন।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা