যখন সারাদিন অফিস এর পরে ঘর্মাক্ত হয়ে বাড়ি ফিরতাম
চোখে মুখে জল দিয়ে বিছানায় এলিয়ে পড়তাম ,
ঠিক তখনই ফোন করে বলতে "মনকে শান্ত কর, বিশ্রাম নাও "
সেদিন ঠিক বুঝতে দূরে থেকে আমার মনে ঘটে চলা ঘটনা গুলো হুবহু ।
আজ সেই অনুভুতির আঁচটুকুও নেই আমার জন্য তোমার ।
সেই চেনা হৃদয়ে থাকা মানুষটা আজ বড়ই অচেনা।
বুঝেছি আজ যখন তুমি সামনে দিয়ে অচেনা হয়ে যাচ্ছিলে
বানভাসি মানুষের সে কী কাতর যন্ত্রণা হয় ।
তোমার বলা কথা "মনকে শান্ত কর, বিশ্রাম নাও "মনকে বুঝিয়ে
একরাশ নিরাশা নিয়ে বিষন্ন বদনে চেয়ে রইলাম তোমার পানে ॥