আজি প্রভাত বেলায় মনের মূকরে
তোমার স্মৃতি জাগে
সকাল হতে সাঁঝের মাঝে
গোধূলির পুরভাগে
হৃদয়বীণা বাজে মনে মনে
কোণ আজানা সুরে
ব্যকূল মন কি জানে কখন
পৌছে যাবে তীরে
বেদনার সুরে শুধু মনে পড়ে
বিগত দিনের কথা
লিখি আর ভাবি কত বারতা
আর পাই ব্যথা
অলস মনে মায়া জাল বুনে
থাকি একা নীরবে
আঁখি হতে কভু ঝরে অশ্রুজল
ভাবি মিলনের দিন কবে
ক্ষণিকের একটু ক্ষণে
হবে মোদের বাক্য বিনিময় ।।