কালবোশেখী গরমখাকী, জল দিলে ত হয়!
জলের নামে ঝড়কে দেখি, কেন পাওয়াস ভয়!
আসবি যাবি ধুল উড়াবি, বলার কিছুই নাই,
শীতল করে চলে যাবি, এইটুকু তো চাই!
খোলা চুলের পাগলী, তোর মত হব আমি!
মুখ বুজে সব সহ্য করি, দেখাবো পাগলামি!
বুক পচান বদ্ধ গরম, ঘরবন্দী আমি  আজ।
কালবোশেখে উড়িয়ে দেব বুক ভরতি লাজ।
উড়িয়ে দেব শরম ধরম, নাচবে আবার মন!
তারপরে ফের লক্ষ্মী হব বাধ্য সারা ক্ষণ!  
তোর সাথে উড়ব আমি মাখব গায়ে ধুলো,
যাওয়ার পর জানব ঘরগুমোট আবার ছুঁল!