শরীর আর মন নিয়ে আনাড়ির জ্ঞান
ভুল ভাল রাগ আর ফুটো অভিমান!
প্রেম হারিয়ে দুঃখের জপমালা !
কর না হেলা! কর না হেলা!
পর্দার পিছনে মস্তিস্ক ঘড়ি... টিক টিক...টিক টিক!
বিষম দায় বুদ্ধির! কোনটা ঠিক,..কোনটা বেঠিক!
ধারালো বুদ্ধির সাথে নিরপরাধ মনের দেখা হয়! ওয়ে! ওয়ে!
করিস টা কী ! প্রেমের শোধন! যৌবন, সময়, সব যে যায় বয়ে !
যা দিবি, সব দে, পাওনা গন্ডার হিসেব বুঝে নিয়ে!
কর মন সংরক্ষণ! অর্থ সংরক্ষণ !
হে মদন, এই তো জীবন!
এখন বুঝেছি কি করে কিনি বেচি প্রেমের কনককঙ্কন!
এই জীবন দর্শন ,এ ভাবেই থাকি, বেঁচে আছি যতক্ষণ !
হিসেবের সাথে অনিদ্রার রাতে কপাল ফিরে আসে !
বেঁচে থাকার অজুহাতে সবুজ এখন অট্টালিকা বাসে!