কত আনন্দ কত দুঃখ ক্ষত,
এখনও পুরানো বাতাস মন:পুত।    
সে বাতাসে ধুলোর সাথে কিশোর বেলা!
কারো লাল চোখ, কোন চোখে ইশারা খেলা!
সাতাশ বছর ধরে ধুলো জমেছে সতের বছরের স্বপ্নের উপরে।
বিছানায় ঘুমের মাঝে স্বপ্নের ধুলো ঝাড়া শিখেছি বেশ ক'বছরে।
অতীতের খুচরা শব্দ বিস্মৃত পাতা,
ভুলে যাওয়া কবিতার মৃত কথা,.  
খুঁজি পাই সময়ের ধুলো ঝেড়ে
এই শেষ বয়েসের জাদু ঘরে।
ঘুম শেষ হয়! বাড়ির শেষ অংশ ঠাউর হয় না!
বাবার পাএর বুড়ো আঙ্গুল স্বপ্নে দেখা হয় না!
পুরানো দিনগুলিতে আগের মত ফেরা হয় না!  
দেখি সামনে পারা মাখা কোনা ভাঙ্গা আয়নায়
বুড়ো মাকড়সা এক মনে পুরানো জাল বুনে যায়!