রঙ্গ মনের রঙ্গ ভূমি আমার আকাশ গঙ্গা তীর!
রঙ্গ সব ভিন্ন বেশে আমার রসিক মনে ভীড়!
জ্ঞান বন্ধ করি বন্ধ করি আজ রঙ্গ করা কাজ!
রঙ্গ করে রঙ ছড়াব, উল্টোমনা যত রঙ্গ বাজ
খালি আকাশ দেখতে যাব, আজ ভোঁ কাট্টা মন !
হাস্যরসের ঘাস ছুঁয়েছি, আজ নিছক পলায়ন !
মুক্ত মন হেসে বলে বন্ধু রে চল রে অনেক হল!
কেজো জীবন ছেড়ে বন্ধু চল সে মুক্তাঞ্চলে চল!