একটু চোখের যেই হয়েছি আড়াল
আসে পাড়া ঘুরে আদুরী বিড়াল
আয়েসে মাছ খায়, দুধ খায়!
ভালোবেসে কাঁটা রেখে যায়
কাকে আর কি যে বলি!
মর মর বিড়ালী!
থলি নিয়ে ফের চলি,
ঘর দুয়ারে ফের খুশি খুশি দেখা
পেয়ে ফাঁকা, চোখ মারে একা একা!
দেখ! দেখ!বলে কী!
"কাঁচা মাছ খাব কি !
লেগেছে ঘেন্না! কই দই মাছ রান্না!"
এতদিনে বুঝিলাম বিড়ালীর ভাবনা !
সুখাদ্য ছাড়া তিনি কিছু আর খান না