কতদিন পরে এলে
ভাবলে গেছি অস্তাচলে!
দেখ সব ফেলছি খুলে,
যদি না গিয়েছ ভুলে,
যদি না পাল্টেছ মন,
দেখ রয়েছি আজও তেমন !
সেই সেদিন দেখেছ যেমন।
কোন কালি লেখে  নি নাম,
কোন রোমাঞ্চ বলে নি ছুঁলাম।
পুরোন হয়েও নতুনই রয়ে গেলাম।
শ্যাওলার মতো শুধু বেড়েছে সবুজ,
ভাঁজ পড়া চোখে ভাবলে এরা কি অবুঝ!
এখনও বুক পিষে নি কোন বুলডোজার,
পাগলা ভাবুক শিহরিত হয় প্রতিবার!
খসে রোজ স্মৃতি, পচা কাঠ, পুরানো প্লাস্টার ,
এস প্রতিবার , বুক ভরে দেখ,যেমন দেখেছ এবার।