বলব ,সব বলব,
বুঝলে তো বলব।
ভাগ্যিস আছে আকাশের নীল,
চোখ জুড়ানো সবুজের সমারোহ,
তাদের সাথেই কথা বলি,
তারা বোঝে না, বোঝায়।
যখন তপ্ত হয় কপাল, দম বন্ধ হয়,
ভোরের বাতাস বলে আমরা তো আছি,
শুনব, সব শুনব,
বললে তো শুনব।
সকালের সূর্য ভিতরে উষ্ণ রোদ পুরে দেয়।
শৈত্যের শৈথিল্য কেটে রক্ত ছুটে ধমনী থেকে ধমনীতে।
আবার ছুটি রৌদ্র নিয়ে,জঞ্জাল পুড়িয়ে রাত্রির দিকে
আসব, নিশ্চয় আসব,
ডাকলেই আসব !
একবার আলোয় দেখা হোক,
থাকব তা হলেই থাকব,
নীলে সবুজে আর এই হাওয়ায় মিশে থাকব।