কিছু বলবে কি?
না হলে মুক্তো হাসল কেন!
হাসিতে বান আনলে কেন!
আমি তো এখন
উন্মাদ মন,
আকাশ পথে ছুটছি যেন!


পিছু ডাকলে কি?
না হলে বাঁশি বাজল কেন!
জগত সুরে ভরলে কেন!
সুরে তো পাগল
খুলেছি আগল
ঊর্মী ডগায় ভাসছি যেন!


কিছু দিলে কি?
না হলে গোলাপ ফুটল কেন!
সুগন্ধে মাতাল করলে কেন!
রূপে তো বিভোর!
এক চাঁদ চোর,
জোনাক আলোর ফুটকি যেন!


(বহু বৎসর আগের এক সন্ধ্যেবেলার অনুভূতি নতুন কাগজে আর কম্পিউটার স্ক্রীনে।)