এ এক নতুন ভাবনা!
আগে এমনটি ছিল না।
যেখানেই যাই ভীড় করে
বৃদ্ধ মুখ, সাদা দাড়ি !
অলস হলেই মনে পড়ে
পুরানো পুকুর দেবী বাড়ি,
দিন যায় ফিরে আসে সব,
কয় বছর ছিল যারা নীরব,
তারা করে কথার উত্সব!
এক পদ্মপাতা থেকে অন্য পাতায়
উড়ে যায় বর্তমান অতীত রাস্তায় !
সাদা বক কালো জলে তুলে আন্দোলন,
মন বাড়ি ঘুরে যায় কত প্রিয়জন।
"পুরান সে দিনের কথা ভুলবি কিরে হায় !
........................সে কি ভোলা যায় "
শালুকের ভীড়ে নিরন্তর সন্তরন।
বুঝি বৃদ্ধ মুখ, সাদা দাড়ি আমার কে হন !