শব্দ বাজি! না! ভালো লাগে না!
আলো...ও... বলে নাকি অনুভূতিতে আসে না!
রোজই তো অমাবস্যা!


ধৃতরাষ্ট্রের দুখঃ অনুভব করি!
আমার তো আর গান্ধারী নেই!


হয় ত তাই,
আলোর শব্দ শুনতে পাই।
ঝাপটা দেয় শব্দ!
আলোকিত শব্দ!
চোখে কানে দীপাবলি আসে।
রোজকার অমাবস্যায়
সহস্র দীপ জ্বলে।


সে আলোর অহংহীন রঙ
আর শব্দের আনন্দ
আমি জানি কেবল আমিই জানি।