জুয়া খেলা যায় কি যৌবন নিয়ে!
ইসকাবনের টেক্কা যে হাঁকু পাঁকু করে,
একটাই ত জীবন, কত আর মানব নিয়ম!
সূর্য্য উঠে ডুবে রোজ নিজের মতন।
তবুও ত আঁধি আসে এক এক দিন,
কোথাকার ধুলো কোথায় পড়ে যে সেদিন ।
ঐ আঁধি তে হারিয়েও ধুলোরাও সুখ পায়।
নিয়ম ভাঙ্গার এই সুখ কালবৈশাখীই দিতে পারে।
শান্ত শীতের কুয়াশা সকাল আর
বা খাঁ খাঁ গরমের দুপুর কত আর!
কত আর! ভাল লাগে।
নিয়মের ঘর ভাঙ্গুক !
যৌবন জুয়া খেলুক,
সুখের রাজা রানীরা বাজী লড়ুক,
জীবনকে নিয়ে লুটোপুটি খাক এ যৌবন।
ডুবন্ত সুর্য্য তো রোজই দেখে গোলাপের নিটোল যৌবন
একদিন না হয় দেখল ছড়ানো টাটকা গোলাপের পাপড়ি।
একদিন না হয় হল যৌবন বেনিয়মের জুয়ায় অহঙ্কারী।