মাটি আর কপাল
দুইই    লাল !
একটার পর একটা।
ধড় থেকে মুণ্ড আলাদা!
অপেক্ষার খুঁটিতে বাঁধা
তাদের আর আমার শরীর।
শরীর আর মনে অভ্যেসের ভীড় ।
এখানে না হলে কশাই খানায় !
ভয় ! না ভয় নাই !
ন্যায় না অন্যায়!
মানুষদের ত এরকম মারা অভ্যেস!
ওরা নিজেরাই করে নিজেদের শেষ।
তারপর নিজেরাই দেয় নিজেদের শান্তি পুরস্কার।
এগুলো ত গরু ছাগল! ফুঃ! এদের জন্যও ভাবা দরকার!
যত্ত সব কবি কবি ন্যাকা ন্যাকা ব্যাপার স্যাপার!