মুক্ত
ডানা গুটাও গুটাও রে মুনিয়া, খাঁচাই যে তোর ঘর,
হঠাত্ আসা ঝাপটা হাওয়া, বলে আকাশটাকে ধর।
খাঁচায় হাওয়ার আসা যাওয়া ,তার নেই ত আপন পর।
-----------------------------------------------
ভাবনা
একা ভাবছি মনে ঘরের কোনে
দুনিয়াটাকে নেব কিনে ইন্টারনেট আর সেল ফোনে
গন্ড গোল কেবল লাইন কানেকশনে।
-----------------------------------------------
ভোল
টিকে থাকতে চতুর্দিকে চলে হট্টগোল
ঘোল খাওয়ানো গন্ডগোলে সব শেয়ানা চালু মালে          
তলে তলে পাল্টে ফেলে ভোল।
-------------------------------------------------
নাম
তুমি কবিতার দিতে বললে নাম
খুঁজে আকাশ পাতাল, খুঁজতে গেলাম হৃদয় ধাম
চেয়ে বসলাম মন ভুলানো দামI
----------------------------------------------------