একটি অস্পষ্ট মাতাল রাত
আগামী দিনের উন্মুক্ত ছাদ
ঝিলিমিলি তারা ভর্তি আকাশ
টুকরো মেঘ, আশার বাতাস।
কজন বন্ধু,  দীপ্ত উজ্জল
ভীতিপ্রদর্শনের ভবিষ্যত দল,
আর কিছু শক্তসমর্থ চিন্তা।
শুরু কর্ম জীবনের পথে হাঁটা।


বন্ধুর পথ হেঁটে এসেছি এতটা সময়ে
প্রেম যত্ন আনন্দ বিশ্বাস সাথে নিয়ে।
বন্ধুত্বের নোঙ্গর ফেলেছি বাইরে ভিতরে,
বন্ধু বিশ্বাসী বাতাস দিয়েছে বুক ভরে।


শেষ  প্রান্তে এসে এ  বিশ্বাস একান্ত আমার
প্রেমময় বন্ধু ছাড়া জীবন একাকী ও অন্ধকার