মৃদু হাওয়ার রাতে ,শহরের এক প্রান্তে
মাঝ রাত ছুঁল নব জাত শিশুর শরীর,  
সেই রাতে , সে শিশুরই  অজান্তে
মাঠ ভরা ঘাস ছুঁল  শীতল শিশির।
আনন্দে খুলে গেল জানালার কাঁচ।


কোনোখানে শহরের অন্য কোন কোণে  
মাঝ রাতে ভিজে গেল রাত জাগা চোখ
কেউ ভাবল সে শিশুর জন্মক্ষণে    
“আমি তার কেউ নই আমি অন্য লোক!”
কুয়াশায় ভিজে গেল জানালার কাঁচ।