খামখেয়ালীর ক্রীড়া ভূমি  খামখেয়ালী মন
খামখেয়ালে খুঁজি তাই পাঁচমিশালী জীবন।
তুমি আমার গঙ্গা তীর  তুমি আমার জ্ঞান।
হাস্য রসের ভীড়ে আমার হয় যে মুক্তিস্নান।
অভিনয়ে পরিণয়ে খামখেয়ালের হর্ষ
বাক্য বিনিময়ে তাই উপহাসের স্পর্শ,
খামখেয়ালের কীর্তিকলাপ রঙ বেরঙ্গের কাজ
যখন তখন রামধনু আর বিনা মেঘে বাজ!