শালিক পাখিদের ঝগড়া
দেখছিল এক খাঁচা বন্দী অস্থির পাখি।
দেবদূত পাখিরা উড়ছিল ভোরের গেরুয়া আকাশে।

শরীরে জাগলো সাড়া
গুটানো ডানায় নীলে মেশার ডাকাডাকি,
ঠিক সেই সময় নীলকণ্ঠ পাখী এসে বসল পাশে।

নীল মুক্ত শরীর
পালকে ফুল ছোঁয়া বাতাস সুগন্ধী,
আকাশ পাতাল স্বপ্ন মাখা কাঁচা হলুদ আলোর বুক।

শুকিয়ে যাওয়া শিশির  
বুঝিয়ে দিল, পাখি তুই খাঁচাতেই বন্দী  
নীলকণ্ঠ পাখীও বলল, হতভাগী খাঁচাতেই তোর সুখ।