না তোমায় যেতে দেবো না কিছুতেই,
আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছি নিজের সর্বাঙ্গ দিয়ে।
আমার আবেগ গুলিকে সুপ্ত রাখেছি,
তোমার সামগ্রিক চাওয়া পাওয়ার কাছে।
তোমার শরীরের আর্দ্রাতায় সিক্ত,
লাল পলাশ আজও ফুটেছে।
ধূসর নগরের মায়াবী আলোয়,
না পাওয়ার যন্ত্রণা গুলি ধমনীতে ধাবমান।
মিথ্যে অঙ্গীকার গুলি আজ শিথিল হয়েছে,
বাধঁন খুলে পড়া শুধু সময়ের অপেক্ষা,
কোনো আকর্ষনই আজ তা রোধ করতে ব্যার্থ।
বৃষ্টির পরবর্তী শীতল বাতাসে ভেসে চলে,
তোমার অভিযোগের সীমাহীন তীব্রতা।
ঘড়ির কাঁটা ধাবমান, সময় টাও বয়ে চলে,
জীবন পিছিয়ে পড়ছে,  সমতা মেলাতে অক্ষম।
সমাপ্তি থেকে বিপরীতে সূচনা করবে আবার,
শুধু অবিশ্বাস গুলি থেকে যাবে সমগ্র অস্তিমজ্জায়।