জীবনের অন্তরাল
- দেবাশীষ পাল
জীবনের অন্তরাল থেকে মুছে যাচ্ছে
তোর ভাবনা গুলো।
মস্তিষ্কের হাজারো কোষ যেন
এর কোনো অর্থ বহন করছে না।
সুদ কষা এই জীবনের ভীড়ে,
যেন হেঁটে চলেছি এই অস্তিত্বের দিকে।
যেখানে না আছে কোনো জীবন্ত জীব
না আছে কোনো প্রাণের আভাস,
এরই মধ্যে পায়ের ছন্দে
নিজমনে চলেছি নিজের অন্তিমের দিকে।