মিল আর অমিলের পার্থক্য কোথায়?
মিল সেই যা  তোমার চেতনা।
আর অমিল তো,
তোমারই মনের প্রত্যাক্ষিত বেদনা।


তীব্র রোদের  দাবদাহে
মাটির বক্ষে যে তৃষ্ণা জাগায়।
দানবের মতো শুষে নেয় সব শ্রাবন ধারা,
তবুও রসস্ফীতি থাকে নিরীহ গাছের শাখায়।


দীনতার খড়কুটো দিয়ে কোন আশায়
পাখী গড়ে তার বাসা।
যেমন মরুভুমির মরিচিকা ক্লান্ত পথিকের মনে
জাগায়,
তার পিপাসা মেটানোর আশা।


স্তন্য দুগ্ধ পানরত কোনো শিশুর
কোথায় কাজ করে ভাবনা।
যেখানে আছে শুধু চিরন্তর বিশ্বাস,
নেই কোনো সুপ্ত কাক্ষিত কামনা।


কিছু কিছু বিশ্বাসের কাছে
যুক্তিতর্ক অচল আজ।
ভোগবাদীতা আনে ভবিষ্যত অচল অবস্থা
আর দীনতা, দরিদ্র আনে বিপ্লবী সমাজ।


দেবাশীষ পাল