তুমি বলেছিলে আমায়,
আমার জীবনে তোমার স্থায়িত্ব,
সন্ধ্যা আকাশের স্থির ধ্রুবতারার মতো।
আবেগের তাড়নায় গলার স্বর স্থির হয়েছিল সেদিন,
আমার ভালোবাসার শিকড় গুলো,
প্রতিমুহুর্তে তোমার চারপাশে ,
আষ্টেপৃষ্টে সরীসৃপের মতো জড়িয়ে ছিল।
আজ শিকড় গুলো নির্জীব হয়েছে,
তাদের বাঁধন আজ মুক্ত হতে চলেছে ধীরে ধীরে।
সেদিন আমার মস্তিষ্কের চিন্তরা,
মনের আবেগপূর্ণ ভাবনার সাথে মিল খুঁজে পায়নি।
ভুলেছিলাম আমিও যে ধ্রুবতারা, যেতো স্থায়ী নয়,
মেঘলা আকাশে তার অস্তিত্ব আপেক্ষিক ভাবে বিলীন,
কিন্তু আবেগতাড়িত মন ভুলেছিলো,
তোমার মনের ক্ষনিকের ভাবশুন্য স্থায়িত্বে।
গোধূলি বেলায় সরষের ক্ষেতের সোনালী আভা,
তাই আজ মনকে কৃত্রিম আবেগে আলোড়িত করে না।
ধান ক্ষেতের শেষ সীমানায় যেথায়,
আকাশের দিগন্তের অন্তিম মিলন স্থল,
যেখানে আজ আমার আবেগ গুলি সমাধিস্থ .
মিথ্যা অঙ্গীকার তাদের স্পর্শ  করবে না,
তাই মাটি খুড়ে বার করে আনা আজ বৃথা।