তোমার ছোয়ায় নেই আর পুরোনো সিক্ততা
খরার দাবদাহে ফাটল আজ শরীর জুড়ে।
মনখারাপের কারণগুলো আজ বহি:মুখগামী,
সহনশীলতাএখন কেবল অভ্যাসের অন্যরূপ।
হয়তো পারিনি তোর মনকে ছুঁতে,কিংবা পেরেছিলাম,
তুমি ছিলে মরীচিকার আরেক প্রতিবিম্ব,
বরাবরই ধরতে অক্ষম আমার চোখ,
ক্রমাগত ব্যর্থতা জীবন থেকে যেন,
শুষে নিচ্ছে আনন্দের সব আদ্রতা গুলো।
যা ক্রমশ উর্ধমুখগামী বাষ্পের মতো,
মিথ্যে ব্যস্ততায় আবদ্ধ করে চলেছি নিজেকে,
ভুলে গেছি শরীর মনের অস্তিত্বকে।
বৃষ্টির আগের সিক্ত বাতাস গায়ে মেখে চলেছি,
শরীর কিংবা মনকে শান্ত করার অভিপ্রায়ে।
আদ্রতা ভরে নিচ্ছি শরীরের সব ফাটলগুলিতে,
সময়ের ঘূর্ণাবতে আবারও বর্ষা এসেছে।
শরীর মেলে ধরেছি,সমস্ত আদ্রতা আপন করার আশায়,
সিক্ততায় ভরাট হবে আজ সব ব্যর্থতার ফাটলগুলি।