আবারও যদি দেখা হয় কোনোদিন,
এক পড়ন্ত বিকেলে,
হাজারো ব্যস্ততা থেকে ফেরার পথে।
তখন কি থমকে যাবি?
এক পলক কি ফিরে দেখবি?
মনে কি পরবে কখনও,
নদীর ধারে পাশাপাশি বসে গোধুলি দেখার দূশ্যটা?
কিংবা তোর হাতের আঙুল ধরে,
নির্জন  রাস্তার ধার ধরে হেটে চলা,
কোন এক অজানার দিকে।
জানি পুরোনো স্মৃতি গুলো চাপা পরে গেছে,
দৈনন্দিন ব্যাস্ততার  ভিড়ে।
হারিয়ে গেছে সেই পুরোনো খেলা ঘরের দিন গুলো,
তাসের ঘর বানানোর খেলায়,
মেতে ছিলাম আমরা দুজনে।
হয়তো কেউ আনমনা হয়েছিল সেদিন,
এক দমকা হাওয়ায় ভেঙেছিল,
সেই খেলাঘর আমাদের।
আবার গড়ে তোলার চেষ্টা বৃথা,
হয়তো ছিলো একতরফা প্রচেষ্টা।
আজ হয়তো অন্য খেলাঘর,
গড়ে তোলার কাজে আবন্ধ কেউ।
দাঁড়িয়ে থাকবি হয়তো কিছুক্ষণ,
কিছু কথা বলার বৃথা চেষ্টা নিয়ে।
হয়তো ব্যাস্ততার অজুহাত  দিয়ে,
চলে যাবি নিজের গন্তব্যে।
কিন্তু কোনো এক নিদ্রাহীন রাতে,
নিজের আংশিক  অসুখী দাম্পত্য জীবনে,
মনে পরবে অতীতে আরো একটু,
বোঝাপড়ার দরকার ছিলো আমাদের।
আরো একটু সময় দিয়ে,
গড়া উচিত ছিলো আমাদের খেলাঘরটা।
আকাশের নিস্তব্দ তারাদের দিকে,
তাকিয়ে হয়তো মনে হবে,
আমাদের রাতের ভালোবাসা রয়ে গেছে এখনও
দিনের আলোর আন্তরালে।