পূর্ণ আদিমতা
   - দেবাশীষ পাল


বিশ্ব আজ নি:স্ব হয়েছে
    সার্বভৌমত্ব চুঁইয়ে পড়ছে
সিক্ত নরীদেহের আঁচল বেয়ে।
     স্বাধীনতাকে পদদলিত করে
ধর্ম এগিয়ে চলেছে নিজ পথে
      মানবিকতাকে চূর্ণ করে
বন্দী করেছে নিষিদ্ধ পল্লীর কোনঘরে।
     মানসিক ভারসাম্যহীন দুনিয়ায়
সুস্থ থাকা আজ পাগলের প্রলাপ।
         নারীর অবিরিত চিৎকারে
রোমান্টিজিমের ঘরা আজ পূর্ণ।
   বিষাক্ত বাতাসে শ্বাস নিতে আজ অভ্যস্ত জীবন
ধোঁয়ার নেশায় ক্ষত আজ মানবহৃদয়
        ঘুমন্ত শহরের পথঘাট জানে
নি:স্ব মানবজীবনের মর্ম।
     রাতজাগা রাস্তারা সাক্ষী আজ
এখানে ধর্ষণ আজ নিত্যকর্ম।
      আদিমতাকে আপন করেছে মানুষ
নৃশংসতা যার রন্ধ্রে রন্ধ্রে
       ক্রমশ তা বহির্মুখগামী
নি:স্বতা ক্রমশ প্রকাশ্যে।