ছুটছে মানুষ, ধুঁকছে মানুষ, লড়ছে  মানুষ্,
চলছে জীবন কান্না-হাসির উড়ছে  ফানুস্।
নদীতে যেমন জোয়ার গুঁছিয়ে  ভাটা নামে,
ঋতু যেমন বদল হয় নুতন রুপে,
ঠিক তেমনি জীবন কেবল হচ্ছে বদল,
সুখ্-দুঃখের পালা নিয়ে নুতন আদল।
দিনে-রাতে রং-বেরংএর নানান কাজে,
উঠছে মেতে মানুষ সকল নুতন সাঁজে।
লক্ষ্য আছে কেবল শুধু সুখ-সাগরে মন ভেজান,
বেদনার বিসর্জনে আনন্দের আবরণে ঘর সাজান।