বুকের গহীনে বহমান নদী
আপন বেগে চলে ,
নদীটি যে জোয়ারের বশে
নাচে ঢেউয়ের তালে ।
জানি আছে বিপদ ,
তবু সাঁতার কেটে যাই ,
আশাই যে বলে,
যদি বাঁচার কূল খুঁজে পাই ।
যাচ্ছে জীবন,
কাঁটছি সাঁতার
কষ্ট মোর সঙ্গী ,
জীবন নদীর গতিটা যে
আশার কাছে বন্দী ।