এক.
তোর থেকে দুঃখ পেয়ে মৃত্যু পানে ছুটি
তুই এসে মোর জীবনখানা করে দিলি মাটি।
স্মৃতিগুলো আঁকড়ে রেখে নিঃশেষ হয়ে যাই
মন যখন দিলাম তোরে বিরহ ব্যথাই পাই ।
দুই.
হৃদয়কুঞ্জ সাজানো নিঠুর ব্যথার সমুচ্চয়ে
বিরহ স্মৃতি মাখা বেদনার শিহরণ মনালয়ে।
দিবা-নিশি কান্না জড়ানো বুকের তীব্র দহন
নিজেকে হারিয়ে ভালবেসে মেনেছি মরণ।
তিন.
হতাশ হয়ে গেয়ে যাই গো প্রেম-বিরহের গান,
এত স্মৃতি না রেখে তুই নিতে পারতিস জান !