দিবা-নিশি জপ তপ দেবালয়ে ভজন,
আরতি,যজ্ঞ,পূজা সমূহ রচন ।
মানুষের অধিকার কেড়ে দেবতারে স্মরণ,
জাগিবে না দেবতা, বৃথা তব আয়োজন ।
ধার্মিকের মুখোশ পড়ে কর অবিচার,
মানবে আঘাত তোমার তীক্ষ্ণ হাতিয়ার ।
এই কেমন ধর্ম বল কেমনই আচার,
ধর্ম পালনের নামে সাজাও মিথ্যা উপচার ।
মুখোশ ত্যাগী চল যাই মানবতার পথে,
তাই হবে স্রষ্টার আরাধনা ভক্তির সাথে ।।