এই আসরে অনেক কবি প্রতিভা আছেন যাঁরা ভাল লেখেন। কিন্তু পাঠক হিসাবে ভাল কবি বা ভাল ব্যক্তি তেমন নেই। আবার অনুরূপভাবে আসরে অনেকেই কবিতার আবৃত্তি করছেন। সেখানেও শ্রোতার সংখ্যা নগন্য। এর কারণ হল এখানে যাঁরা লেখন তাঁরা বেশিরভাগই নিজের লেখাটাকে নিয়ে ভাবেন অর্থাৎ কতটা উৎকর্ষ সাধন হল তার দিকে নজর দিতে থাকেন; অন্যের লেখা ততটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন না। একইভাবে আবৃত্তির ক্ষেত্রেও তার প্রতিফলন পড়ছে! রবি ঠাকুর কোন এক জায়গায় বলেছেন "কবি মাত্রই কৃপণ হয় - এটাই কি তার প্রতিফলন। এজন্য নাকি কবিদের বেশিদিন বাঁচা উচিৎ নয় অর্থাৎ বেশিদিন কবিত্ব করা উচিৎ নয়!" তাহলে এখন উপায় !! উপায় একটা আছে, সেটা হল বিনিময় প্রথা, যেটা আদি কাল থেকে চলে আসছে ...এখানেও সেটা বাধ্যতামূলক করা হোক। যদি ভুল বলি তাহলে কান মলা খাই, আর যদি মনে হয় আমার কথা আংশিক হলেও সত্য তাহলে ভাবনা চিন্তা না করে আজ থেকে শুরু হোক বিনিময় প্রথা। এখানে বিনিময় প্রথা বলতে বোঝাতে চেয়েছি একে অপরের পরিপূরক হয়ে উঠতেই হবে বাধ্যতামূলকভাবে মন্তব্য দানকারী হিসাবে।  কারণ আমরা একই পরিবারের সদস্য তাই।         ..... কি বলেন আপনারা ?