পুরাতন যা কিছু সব,মম্ অন্তরে রাখিব যত্ন করিয়া।
ভুলিতে নাহি দিব সকল অন্তর জ্বালা।
যা কিছু ঘটিয়াছে অন্যায়,যা কিছু নীতি বিরুদ্ধ,
যা কিছু হৃদয় করিয়াছে বির্দীণ।
এই গোটা বৎসর জুড়ে।
নাহি তার কোনো ক্ষমা।
নূতন বৎসরে এই অঙ্গীকার বদ্ধ হইলাম।
ভুলিতে নাহি দিব সকল অন্তর জ্বালা।
মনের ভিতর 'অভয়া' নামক যে সাহসিনীর প্রদীপ প্রজ্বলিত।
তার উত্তাপে বহু মনে সাহস হইয়াছে ছোঁয়াছে বড়।
স্বমূলে উৎপাটন করিব সব যা আছে দুর্ণীতির আড়ালে।
এই যেন হয় অঙ্গীকার মম্ এই নতূন বৎসরের আগমনে।
ভুলিতে নাহি দিব অন্তর জ্বালা।
নূতন বৎসর বয়ে আনুক সামগ্রিক উন্নয়নের বার্তা।