দেবেন্দ্রনাথ নাথ বিশ্বাস, অধ্যক্ষ (অবঃ)
      তাং১২/১১/২০২০ইং


বলেন যত জ্ঞাণী গুণি
সর্ব ধর্মের একই বাণী
"ফুল " নাকি সুপবিত্র স্বর্গীয় বৈভব।
যাবতীয় শুদ্ধ কাজে
নিষ্পাপ ফুলের সাজে
,  ধর্ম বর্ণ সকলে  ফুল দানে বাড়ায় গৌরব।
          ফিরে চাই সে শৈশব।


শিশু সব জন্ম মাত্র
ফুলের মতই পবিত্র
স্বর্গীয় সৌরভ ওদের আশৈশব রবে।
পবিত্র শৈশব কাল
স্মৃতি রয় চিরকাল
ফুল আর শিশুকে তাই একই রূপ ভাবে।
      ফিরে চাই সে শৈশবে।


জগতের কোন গ্লানি
শিশুকে করেনা ম্লানি
কান্না হাসি সব শিশুর ছড়ায় সৌরভ।
বয়সের সাথে সাথে
হিংসা দ্বেষ বৈসম্যেতে
ভেদাভেদে হারায় মানবতার গৌরব।
     ফিরে পেতে চাই সেই শৈশব।


বলেন শাহ আব্দুল করিম
আগের দিন কত মহিম
আগেকার দিন আর মহাসুখের শৈশবে  ।
" সুন্দর দিন কাটা‌নোর সুখ "
শৈশবের হাসিভরা মুখ
আফসোস করে সকলেই তা পাবে।
     ফিরে চাই সে শৈশবে।


সমাজ, সংসার একাকার
পুরনোর জন্য হাহাকার
কারণ,  পুরনো চলে গেলে  কি রবে!
শিশুর জীবন ভার
সবই মাতা পিতার
নিজের কাঁধের বোঝা কে লবে?
ফিরে পেতে চাই শৈশবে।


কবির ভাষা তাই:
" ফিরে দাও সে অরণ্য
আবারআমি হব বন্য
নগর সভ্যতা ফিরে নাও সভ্য সব।
শৈশবের সুখের দিন
খুঁজি সবাই অনুদিন
সুসভ্য মানু‌ষেরা স্বার্থে কেঁড়ে নিচ্ছে রব।
          আমরা ফিরে চাই সে শৈশব।