দেবেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ (অবঃ)
              তাং০৪/১২/২০২০ ইং


মানুষ নাকি শ্রেষ্ঠ সৃ‌ষ্টি বলে  সকলে
অন্যান্য প্রাণীর সৃজন কেন তা 'হলে!!
মানুষ ঘোরাবে 'ছড়ি ' সকলের মাথে!
লক্ষ কোটি জীব তবে,  ঘুরবে কি পথে?
বৃথায় জীবন  যদি সৃ‌ষ্টি কি কারণে
অবহেলা অনাদরে ভ্রমিবে অরণ্যে!
মানুষের অবহেলায় অন্যের দুঃখ,
এভাবে কখনও নয়, কর্তার সুখ।


নিরপেক্ষ সৃষ্টি কর্তা উদ্দেশ্য সাধনে
সৃজন করেন জীবে  বিশেষ কারণে।
কেউ ছোট নয়, সকলের জন্য সব।
ক্ষুদ্র চেষ্টায় বাড়ে মানু‌ষের বৈভব।
শ্রেষ্ঠ মানুষ,  মন দিয়ে শোন সকল,
ছোটরা একদলে গেলে শ্রেষ্ঠত্ব বিফল!!