সান্ত বিকেলের অনুপমা
বাউল বেথায় রাখি চায়ের কাপ


তোমার নগ্ন হাত ছুঁয়েছে জামার বোতাম?
নাকি রাজ পুত্রের আলপনা একেছে গ্রিবা


ট্রাফিকের উদাসিন দেশে আমার ফুটপাথ
ভাড়া মিটিয়ে দেয়


তার পর হেঁটে হেঁটে ফেরা
ছেঁড়া ডাইরির পাতা বরাবর


রক্তে মিশে যায় একাকি আলকোহোল
থেকে যায় টেবিলের ওপোর একটি ফুলদানি


একটি অরন্ন নিয়ে আসে হিমেল তক্তপোষ