একটু বিষন্য থাকলে কাঠ গোলাপের গাছে কি কাক এসে বসে?
তোমার জীবন সংরাম চায়ের কাপে গুলে জায়?
একটা শহরের হৃদপিন্ডে বরফ জমেথাকে
মাঝ দুপুরের ঘামে
পিপাসার গেলাস
বধির ট্রাফিক
উদাসিন বাস ড্রাইভার
সব কিছুই প্রাপ্য আমাদের সাইকেল ভ্রমনে
তুমি কি ভাবছ আমার জানা জরুরি
দেওয়াল লিখনের ইট কাঠ ছুঁয়ে ন্যাংটো শিশুর আনন্দ জখন বৃষ্টি নামায়।
তুমি কি হারিয়ে ফেলেছ তোমার মধ্য রাতের ডাইরি?  গত বারের কেনা ছাতা?
পরিহাস ঘোরে আমাদের পিছু পিছু
লাইট পোষ্টের নীচে দাঁড়িয়ে থাকা পাগলের
নিজস্য ভাষা প্রসাষন বুঝতে পেরে পুলিস নামালে উলঙ্গ হয়েজায় কবির জীবন